মোবাইল ফোন
মোঃ আসাদুজ্জামান জীবন
মোবাইল তুমি পরম বন্ধু
শত্রুও কম নয়,
এ জীবনে অনেক কিছু
করেছ তুমি ক্ষয়।
টিভি খেয়েছ, রেডিও খেয়েছ
আরো খেয়েছ পত্রিকা,
তোমার জন্য বন্ধুত্বের মাঝে
বেড়েছে বড়ই শত্রুতা ।
সিডি খেয়েছ, ভিসিডি খেয়েছ
আরো খেয়েছ আয়না,
সারা রাত জেগে তোমাকেই দেখি
শান্তির ঘুম আর হয়না ।
টর্চলাইট খেয়েছ, ক্যালকুলেটর খেয়েছ
আরো খেয়েছ ক্যামেরা,
তোমার জন্য স্বাস্থ্য নষ্ট
করছে যুবক ভাইয়েরা ।
লেপটপ খেয়েছ, ঘড়ি খেয়েছ
আরো খেয়েছ সিনেমা,
তোমার সাথেই কেটে যায় সময়
পড়া-লেখা আর হয়না ।
জীবন-সংসার সব খেয়েছ
আরো খেয়েছ খেলার মাঠ,
তোমার জন্য সংগী পালায়
ফাঁকা থাকে সাধের খাট।
সময় খেয়েছ, সম্পর্ক খেয়েছ
খেয়েছ স্মৃতিশক্তি ,
এসব কারণে তোমার প্রতি
কমেছে আমার ভক্তি ।
টেপ-রেকর্ডার, এ্যালাম ঘড়ি
সব খেয়ে তোমার হয়েছে ভূঁড়ি,
এখন আমি কেটে পড়ি
নতুন জীবন আবার গড়ি ।
লেখকঃ মোঃ আসাদুজ্জামান জীবন
0 Comments
Thanks for read content