ছড়ায় শিখি জাতীয় সব
মোঃ আসাদুজ্জামান জীবন
শাপলা আমাদের জাতীয় ফুল
চিনতে কেউ করোনা ভুল ।
দোয়েল আমাদের জাতীয় পাখি
আমরা সবাই মনে রাখি ।
ইলিশ আমাদের জাতীয় মাছ
রুপালী রঙের সুন্দর সাজ ।
কাঁঠাল আমাদের জাতীয় ফল
নাই কোনো কিছুই এতে বিফল ।
হা-ডু-ডু আমাদের জাতীয় খেলা
নিজ দেশে তাও অবহেলা ।
রয়েল বেঙ্গল টাইগার জাতীয় পশু
সুন্দরবনে আছে কিছু ।
জাতীয় কবি নজরুল
তাঁর ছিল বড় কোঁকড়া চুল ।
জাতীয় গাছ আমগাছ
ফল ও কাঠ দুটোই কাজ ।
জাতীয় বন সুন্দরবন
দেখলে জুড়ায় নয়ন ও মন ।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম
এর চেয়ে কোথাও নেই আরাম ।
জাতীয় সংগীত সোনার বাংলা
গাইবো সবাই দেব পাল্লা ।
লেখক ঃ মোঃ আসাদুজ্জামান জীবন
0 Comments
Thanks for read content