প্রবাসী
মোঃ আসাদুজ্জামান জীবন
তোমরা যারা প্রবাসী
আমি তোমাদের ভালবাসি।
তোমাদের কেউ অনেক সুখে
কেউ বা আছো অনেক দুঃখে ।
স্কলারশীপে গেছেন যারা
অতি সুখে আছেন তারা,
দিন মজুরী শ্রমিক যারা
অতি কষ্টে আছেন তারা ।
বলেছেন এক প্রবাসী
তাই তো আমি লেখতে বসি ।
তার-ই মুখের আলোচনা
করলাম আমি বর্ণনা ।
রাতে আসে সকালে যায়,
দুপুর বেলায় খাবার খায় ।
কাজে কাজে জীবন শেষ
এর-ই নাম বিদেশ ।
বাড়ীর মানুষ মনে করে
আছে কত সুখে ,
কী যে ব্যাথা জমে আছে
তাদের পোড়া বুকে ।
অনেক কষ্ট হয় তাদের
ঝড়ে মাথার ঘাম ,
অল্প টাকা রোজগার বলে
কেউ দেয়না দাম ।
দেশের ঠাকুর ভিন দেশের কুকুর
প্রবাদ বাক্যে বলে,
সময় থাকতে ফিরে এসো
আপন মায়ের কোলে ।
অল্প আয়েও শান্তি মেলে
আল্লাহ যদি চায় ,
বিদেশ করে জীবনটা আর
করিও না ক্ষয় ।
মনে কিছু নিওনা কভু
বাস্তব কথা বলি,
ভুল হলে ক্ষমা করিও
এখন আমি চলি ।
লেখক ঃ
মোঃ আসাদুজ্জামান জীবন
0 Comments
Thanks for read content