মায়া
এম আর হাসান রাকিব
ঘুম ঘুম চোখে
ভাবিতাম শুধু তোমাকে নিয়ে
কতরুপে দেখিতাম তোমার মায়া
আজও পারিনা ভূলিতে স্মৃতি
তোমার রেখে যাওয়া কিছু মায়া।
বুকের একটি পাশে
তুমি যে ছিল একটি ঘন্টা হয়ে
যেথায় দেখিতো মোর চক্ষু
তোমার ছায়া
বাজিতো টুনটুন ভাবিতো
তোমার মায়া।
কতো স্বপ্ন যে দেখিয়েছিলে আমায়
তাইতো পারিনা ঘুমাতে
পারিনা ভূলিতে তোমায়।
যখন দেখিতাম তুমি ব্যস্ত
বুঝিতাম তোমার শহরে
এই অবাগার প্রবেশ হয়েছে নিষিদ্ধ।
হয়তো তোমার পড়িবে আমাকে একদিন মনে
যখন এই অবাগা থাকিবে না এই ভূবনে
তাই সময় থাকিতে বুঝো না ভূল আমায়
রেখো মোরে যত্ন করে ভূলো না আমায়।
লেখকঃ এম আর হাসান রাকিব
0 Comments
Thanks for read content