অতীত
এম আর হাসান রাকিব
এক শহরে দীপু নামে এক ধনী ব্যক্তি বাস করিত।বলতে গেলে সে তার শহরে সবচেয়ে ধনী ব্যাবসায়ী ছিল।তার কোনো টাকা পয়সার অভাব ছিল না ।তার শহরের মানুষ বলাবলি করিত যে একটা গাছের পাতা ফুরাবো তবুও তার টাকা ফুরাবো না।শহরের মানুষ তাকে এক মানে চিনতো সেটা হলো দীপু সাহেব কিন্তু একদিন সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে।
প্রথমে সে এটা হালকা ভাবে ন্যায় পরে সে জেনো আরো অসুস্থ হয়ে পড়ে। তারপর সে ডাক্তার দেখায় ।
ডাক্তার তাকে বিভিন্ন ধরনের পরিক্ষা নীরাক্ষা করে তারপর বলে দীপু সাহেব আপনি বাড়ি যান আমি রিপোর্ট তৈরি করে নিয়ে যাইরো। পরে সে বাড়ি চলে যায় তার কিছুক্ষণ পর ডাক্তার তার রিপোর্ট নিয়ে আসে আর বলে আমি আপনাকে এখন যে খবর দিবো সেটার জন্য খুবই দুঃখজনক। কেন ডাক্তার কি হয়েছে আমার? আপনি ক্যান্সার রোগে আক্রান্ত।আপনার কাছে আর ৩৬৫ দিন সময় আছে।
কি বলেন ডাক্তার!
আপনি কি পাগল হয়ে গেছেন । আপনার যতো টাকা লাগবে আমি দিবো আপনাদের হাসপাতাল অনেক বড়ো করে দিবো আমাকে বাচাঁন ডাক্তার আমি বাচঁতে চাই মরতে চাই না ।দিপু সাহেব আপনি তো অনেক টাকার মালিক কিন্তু নিঠুর ভাগ্য দেখেন আপনার টাকা সবকিছু আপনাকে দিলোও একটা জীবন দিতে কোনোদিন ও পারবে না ।তাই যতোদিন বাচঁবেন একটু ভালো বাচুঁন।ঠিকই বলেছেন আপনি ডাক্তার আমি এতোদিন পরিশ্রম করেছি তার বিনিময়ে আমি পেয়েছি শুধু টাকা আর প্রচুর সম্মান কিন্তু সেই টাকা আর সম্মান য়িতো আমার জীবন বাচাঁতে পারছে না।
এই বলে সে বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে তার কক্ষে চলে যায়।তারপর সে হঠাৎ করে ছেলেবেলায় চলে যাই যখন সে ছোটো ছিল ।তার বাবা ছিল একজন কৃষক।তার বাবার কোনো টাকাপয়সা ছিল না ।তার বাবা মাঠে চাষ করে কোনোরকমে তাদের সংসার চালাতো। কোনোদিন খাবার পেত আমার কোনোদিন খাবার পেত না সে।না খেয়েও মাঝে মাঝে দিন টাকাতো তারা।তবুও তার বাবার মধ্যে একটা মহৎ গুন ছিল ।সেটা হলো কেউ যদি তার কাছে সাহায্য চাইতো সে তাকে কোনো খালি হাতে ফিরিয়ে দিত না ।
দরকার পড়লে সে অন্য জনের কাছ থেকে ধার করত তবুও যে তার কাছে কাছে সাহায্য চাইতো সে করত।এভাবে সাহায্য করার ফলে তার প্রচুর টাকা রীণ হয়ে যায় আর সেগুলো পরিশোধ করার মতো তার বাবার সামর্থ্য ছিল না তাই তার বাবা লোকলজ্জার ভয়ে আত্মহত্যা মতো খারাপ করে তাদেরকে ছেড়ে চলে যাই।সেদিন সে বুজেছিল এই দুনিয়ায় টাকায় সব কিন্ত আজকে সে বুজতাছে এই দুনিয়াতে টাকা আর সম্মান বড় কিছু না বরং ভালো মানুষ হয়ে
এই দুনিয়াতে বেঁচে থাকা সবচেয়ে বড় ব্যাপার।
লেখক ঃ এম আর হাসান রাকিব

0 Comments
Thanks for read content