Ticker

6/recent/ticker-posts

আবুল কাকা কবিতা

 আবুল কাকা

মো: আসাদুজ্জামান জীবন


আবুল আমার কাকা

ঘুরায় গাড়ীর চাকা।


সে এখন বাড়ী 

ভেঙ্গেছে তার গাড়ী।


এখন তার মাথায় হাত 

ছেলে-মেয়ে পায়না ভাত।


ঘোরে সে এখন নদীর চরে

জীবীকার জন্য মাছ ধরে।


অবসরে সে খায় আম

পছন্দ কিন্তু তার জাম।


আবুল নামটি নয় তার আসল

জনগন দিয়েছে উপাধী নকল।

লেখক ঃ

মো: আসাদুজ্জামান জীবন



Post a Comment

0 Comments