Ticker

6/recent/ticker-posts

ভাই কবিতা

 ভাই

        মোঃ আছাদুজ্জামান জীবন


ভাই বড় আপন

        রক্তের বাধন ,

লোভে পড়ে যখন

          পর হয় তখন । 


ভুলে যায় আখিরাত

        চিন্তা করে সারারাত ,

ছোট ভাইদের দিয়ে ফাঁকি

         জমি করবো পাকি পাকি ।


মাথায় তোর বুদ্ধি কম

         সম্পদ তোর হবে যম , 

লোভে পাপ-পাপে মৃত্য

           একথাটি চিরসত্য ।


দুনিয়ার লোভে পড়ে

           ভাই-বোন পর করে ,

জান্নাত করে হারাম

            দুনিয়ায় করলি আরাম ।


নিজ সন্তানের সুখের জন্য

        ভাই-বোনদের করলি শুন্য ,

কাজে লাগবেনা তোর সন্তান

        এটাই হলো আল্লাহর বিধান । 


কারো অধিকারে করোনা ভাগ

         আখিরাতে তুমি পাবেনা মাফ ।

কবরে শান্তি পেতে চাও

           যার যার সম্পদ তাকে দাও ।


পঁচিশ বিঘা সম্পত্তি

         ভোগ করেছো একা ,

সতেরো বছর যাবৎ আমায়

            দাওনি কোনো টাকা । 


অনেক জমি বন্ধুক রেখে

         লাখ লাখ টাকা নিয়েছে একাই 

এখন বলে সেই সব টাকা

         শোধ করতে হবে মিলে সবাই !! 


আমরা দুই ভাই দূরে থাকি

           সেই সুযোগে দিয়েছে ফাঁকি ।

ঘর-বাড়ী সব করেছে পাকা

       সে গুলোও ছিল মোদেরই টাকা ।


বিশ্বাস করা হয়েছে ভুল

        দিতে হচ্ছে এখন তারই মাশুল ।

বড় ভাই নাকি হয় বাবার মতন

              এটি সম্পূর্ণ মিথ্যা কথন । 


ব্যাংক থেকে  বাবার নামে

           লোন তুলে নিয়েছে , 

এখন সে ঐ টাকাও

          অস্বীকার করেছে । 


অবশেষে সেই লোন

          শোধ করেছি আমি ,

তোমার কাছে বিচার চাই

             হে অন্তর্যামী । 


 মজলুমের দোয়া কবুল হয়

          হাদীসে আছে জানি ,

আমি মজলুম কবুল করো

             আমার দোয়া খানি ।


এভাবে আর কত

          ফাঁকি দিবি মোরে ,

তুই কী যাবি না

      সেই অন্ধকার কবরে !! 


হিসাব তোর দিতেই হবে

          আসছে সময় ঘনিয়ে ,

প্রস্তুত থাক সে জন্য

           কাগজ কলম নিয়ে । 

          

আশায় নৈরাশ্য মেলে

           নীতিমালায় গড়মিল হলে ,

নীতি যদি হয় লোভের ফল

         নামাজ-রোজা সব বিফল ।


একদিন তুই বুঝবি ভুল

          খুঁজবি আমায় হয়ে ব্যাকুল । 

সেদিন আর কাজ হবেনা

            আজরাইল সময় দিবেনা । 


আখিরাতে করবো দাবী

             সেদিন তুই কই পালাবী !

এখনো সময় আছে

           ক্ষমা চা ভাই-বোনের কাছে । 


অনেক আবেগে লেখলাম ভাই

            আমার এই কবিতা , 

আশা করি চোখে পড়লে

           ফিরবে তোর মানবতা ।

লেখক ঃ      মোঃ আছাদুজ্জামান জীবন



Post a Comment

0 Comments