Ticker

6/recent/ticker-posts

প্রতিদান

প্রতিদান

         মোঃ আছাদুজ্জামান জীবন


পরিবারের সেই মানুষটাই

                 হয়ে যায় একদিন দুষী , 

নিজের জীবন ধ্বংস করে

           যে করেছিল সবাইকে খুশি । 


হাত-পা বড় হলে

       সব কিছু যায় ভুলে ,

বোঝেনা সে বউয়ের ছলে 

         কে ছিল তার মূলে !! 


জীবন সায়াহ্নে যখন

           পড়ে রয় ঘরে ,

অতীতের কথা তখন

          তার মনে পড়ে ।


এভাবেই সব বাবা

            হয়ে যায় দুষী ,

সবাই বাবা হবে

          তা কী আর বুঝি !! 


যেমন কর্ম তেমন ফল

         প্রবাদ বাক্যে বলে ,

সময় থাকতে এখনো

         ফিরে যাও মূলে ।


লেখক ঃ মোঃ আছাদুজ্জামান জীবন



Post a Comment

0 Comments