Ticker

6/recent/ticker-posts

স্বাধীনতা -কবিতা এম আর হাসান রাকিব

 স্বাধীনতা

        এম আর হাসান রাকিব

খোকারা যখন খেলিতে যেতো মাঠে

মাকে তারা বলিতো আসবে দ্রুত ঘরে ফিরে

কিন্তু তারা তাদের মাকে দিয়েছিল ধোঁকা

তাইতো তাদের মায়ের চোখে ছিল অশ্রু

 ওদের মুখে ছিল হাসির ছোঁয়া।


আর কতো হবে ! হবে কত মায়ের বুক খালি

ওহে বাংলার দামাল ছেলেরা ওঠো জেগে

আর যে হয় না সহ্য,

 মোদের মায়েদের সন্তান হারানোর ব্যাথা।


এমন সময়ে আসিলো এক দেবদ্রুত

স্মরণ করালো তাদের অধিকারের কথা

যেথায় শুনে তারা আজ পুড়েছে প্রতিশোধের আগুনে

মরিলে মরিবে তবুও করিবে এই দেশকে স্বাধীন তা।


শুরু হয়ে গেল এক যুদ্ধ

শহীদ হয়ে গেল হাজরো 

 মায়ের আদরের বীর সন্তানেরা

এক বিশাল রক্তের পাড়ি দিয়ে

দীর্ঘ নয় মাস চলিলো যুদ্ধ 

অবশেষে পেলাম মোদের স্বাধীনতা।


আজ মোরা হাসিতে পারি,গাইতে পারি

চিৎকার করিয়া বলিতে পারি এ দেশ আমার

যাদের রক্তের বিনিময়ে পেয়েছিলাম এ স্বাধীন বাংলা

প্রতি বছর  করিয়ো তাদের   স্মরণ

ভূলিয়ো না তাদের বলিদানের কথা ।

লেখক ঃ এম আর হাসান রাকিব 


বিঃদ্রঃ লেখক এখানে নিজের সমস্ত মেধা দিয়ে সঠিকভাবে লেখার চেষ্টা করেছে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 



Post a Comment

0 Comments