@ ডাইনী বুড়ী @
মোঃ আসাদুজ্জামান জীবন
ডাইনী বুড়ী থুড়থুড়ি
শীত-গ্রীষ্মে নাই তার জুড়ি,
লেপ-খেতা তার ভুরি ভুরি
শোয়ার সময় দেয় সে মুড়ি।
ডাইনী মটর কটর কটর
করে শুধু ফটর ফটর,
কাজ-কর্মে জিরো জিরো
খাওয়ার গলা বড় বড় ।
বুড়া-বুড়ি কাজে মরে
ডাইনী শুধু ঘোরে ফেরে,
সংসার করে ন্যাস্ত
সন্তান নিয়ে ব্যাস্ত ।
লেখক ঃ মোঃ আসাদুজ্জামান জীবন
0 Comments
Thanks for read content