@ বড় কে @
মোঃ আসাদুজ্জামান " জীবন "
বয়সে বড় হলে
বড় সে নয় ,
ঝাঁড়ি মারতে পারে যে
বড় সেই হয়।
ধন-সম্পদে বড় হলেও
বড় সে নয় ,
পিস্তল ধরতে জানে যে
বড় সেই হয় ।
শিক্ষায় বড় হলে
বড় সে নয় ,
নেতা-কর্মী মূর্খ হলেও ,
বড় সেই হয় ।
হায়রে হায় জামানা !
শিক্ষার মান রইলো না ।
মাস্টার ডিগ্রি পাশ করে
মূর্খ লোকের পায়ে ধরে ।
বড় হওয়া সমাজেতে
কঠিন ব্যাপার,
সমাজেতে সেই বড়
ঝাঁড়ি আছে যার ।
ঝাঁড়িতে হইলে বড়
বড় বলে সবে ,
বড় যদি হতে চাও
ঝাঁড়ি শেখ আগে ।
মোঃ আসাদুজ্জামান " জীবন "
0 Comments
Thanks for read content