খাবো কী
মোঃ আসাদুজ্জামান " জীবন "
চানাচুরটা খেতে মজা ,
খেলে পাই পরে সাজা,
ভরে যায় গ্যাসে পেট ,
খেতে হয় নিওটেক ।
আরসি,পেপসি,কোকো-কোলা,
খেলে হয় বড় জ্বালা,
ভেজাল দিয়ে এসব গড়া,
খাওয়ার পরেই আধা-মরা ।
আম,জাম,কলা,পেয়ারা ,
ফরমালিনে আছে ভরা ,
শাক-সবজি আর মাছের বাটি ,
কোনো কিছুই নাইকো খাঁটি ।
মধুতে শিরা , দুধে পানি ,
চাউলে আছে রঙের খনি ।
সরিষা আর সোয়াবিন তেলে ,
পামওয়েল আছে মিলে ।
হলুদ,সজ আর মরিচের গুড়া ,
ময়দা দিয়ে এসব ভরা ।
চাউল,মাংস আরো ডিম ,
প্লাষ্টিকের হয় চিনে নিন ।
ডাক্তার বলছে স্পষ্ট ,
বয়লার খেলে হয় কিডনি নষ্ট ।
নেই কোনো অ্যান্সার ,
পাঁঙ্গাস খেলে হয় ক্যান্সার ।
আমাদের নেই কোনো আস্থা ,
ভেজালে ভরা বস্তা বস্তা ,
তাইতো এসব দামে সস্তা ,
সস্তার আবার তিন অবস্থা ।
ছানা,মিষ্টি আর দই ,
ভেজাল ছাড়া পাবেন কই ?
বলুন যারা বুূদ্ধিমান ,
এসব কী হয় খাবার মান ?
আরো আছে নকল ঘি ,
আমি এখন খাব কী ?
আসুন সবে প্রতিজ্ঞা করি ,
ভেজাল মুক্ত দেশ গড়ি ,
স্বাস্থ্য-সম্মত খাবার খাই ,
থাকবেনা কোনো রোগ-বালাই ।
লেখকঃ মোঃ আসাদুজ্জামান " জীবন "
0 Comments
Thanks for read content