স্মৃতি
এম আর হাসান রাকিব
দেখিতে পারিনা তোমায়
কতদিন পেরিয়ে গেল দিন
ভূলিতে পারিনা তোমায়
পুরোনো স্মৃতি গুলো যেন কড়ানাড়ে প্রতিদিন।
নিশিরাতে মোর আসে না ঘূম
শুধু যেন আসে অশ্রু
ছোট এই মনে শত কষ্টগুলো
যেন পাখি হয়ে যেতে চায় বহু দূর।
কেউ যদি যাই মরে
লোকে যে তাহাকে বলিতো লাশ
আমি তো না মরেও
তোমার বিরোহের কাতরে যেন হয়ে গেলাম এক জীবন্ত লাশ।
লেখক ঃ এম আর হাসান রাকিব
0 Comments
Thanks for read content