মায়া
এম আর হাসান রাকিব
আমি যখন যাই রাস্তা দিয়ে হেঁটে
আমার অনুভব যে তোমারে করে বড্ড শূন্য
তাইতো পারো না থাকিতে
পারো না ভূলিতে আমাকে না দেখিতে পেয়ে।
জানালার একটু খোলা জায়গা
যেন তোমার বেঁচে থাকার একমাএ সম্বল
কখন হবে রাত ফুরিয়ে দিন
এই অপেক্ষায় যেন তুমি বসে থাকো সারাদিন।
আমার একটু ছোট্ট অবহেলা
যেন তোমার নয়নে অশ্রু ভেজা
সহ্য করো তুমি হাজারো কথা
তবুও আমাকে তুমি বলো ভালোবাসি তোমায়।
আমাকে তুমি যেদিন পারো না দেখিতে
সেদিন যে তুমি খুব কাঁদো
আমি যে পারিনা তোমার অশ্রু স্পর্শ করিতে
পারিনা এই অশ্রু মুছে দিতে।
ঘুম যে আসেনা তোমার চোখে
এখন যে রাত একটা থেকে তিনটা বাজে
আমি যখন বলিতাম এর কারন বলিতে
চক্ষু বুঝিলে শুধু দেখিতে পেতাম তোমারে।
আমিও যে তোমাকে বড্ড বাসি ভালো
শুধু যে পারিনা বলিতে পারিনা দেখাতে
কতবার যে তোমার জন্য আমি কেটেছি হাত
শুধু বলিনি তুমি কষ্ট পাবে বলে।
লেখকঃ এম আর হাসান রাকিব
0 Comments
Thanks for read content