Ticker

6/recent/ticker-posts

নোভেল করোনা

 সনেট কবিতা

             @ নোভেল করোনা @

     মোঃ আসাদুজ্জামান  জীবন


সারা বিশ্ব আতঙ্ক,করোনা ভাইরাসে

কে আপণ-কে পর, নাহি কিছুই বাছে । 

যাকে পায়-তাকে খায়, পেলে তার পাশে

ঘরে যে থাকতে পারে,সেই শুধু বাঁচে। 


সতর্কহীন যারাই,ঘোরা-ফেরা করে

করোনা ভাইরাসে,তারাই শুধু মরে। 

একের পর এক,লকডাউন বাড়ে

গরীব-দুঃখী জনে,খাদ্য অভাবে পড়ে। 


পড়া-শোনাসহ,দেশের অনেক ক্ষতি 

সরকার দিয়ে যাচ্ছে,শুধুই ভর্তুকী। 

যে সমস্ত লোকেরা,করবে ত্রাণ চুরি

তাদেরকে ধরে নিয়ে,জেলখানা ভরি। 

ভয় নেই জনগণ ! যাবে মহামারী 

প্রভুকে সব কাজে,যদি স্মরণ করি ।


লেখক ঃ

মোঃ আসাদুজ্জামান  জীবন



Post a Comment

0 Comments