এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, 'এই এন্টিবায়োটিকের কারণ আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। আনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কাজ করলো নিজেরা নিজেরা। এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা। এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এসডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সঙ্গীতেই রোগী মরে সাফ হয়ে যাবে। টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে এন্টিবায়োটিক চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের বিगा অন্ধকার। Antibiotics were discovered by Sir Alexander Fleming. Sir Fleming said, "Billions of people will be saved today because of these antibiotics. Years from now they won't work. Billions of people will die again for trivial reasons. Let's face it. I have a million bacteria in my body. I need to take 10 armpicillin to kill them Ampicillin is a type of antibiotic play at 7 clock. 70,000 bacteria these bacteria actually make a jacket. They give birth to bables at the same time. Even the kids wear those jackets. As a result, the antibiotic ampicillin does not work the next time. The scariest part is that the bacteria wearing the jacket doesn't just sit on the person's body. He sneezes, coughs, bacteria spread throughout the area. At will Medical systems in the developed world are different. They follow the rules and take medicines as prescribed by the doctor. We are in danger. In Davids book known as the 'Bible of Medicine' we have a separate mention of this subcontinent. Many treatments say. This organism is registrant against this Drugs in Indian subcontinent People are made aware of vanous issues in TV newspapers. Wash your hands in the bathroom, see a doctor if you have a cough, drink safe water, etc. But take this medicine in 1 dose and all the diseases will be cured. And this way slowlyAll antibiotics are slowly becoming resistant.. Those involved in the medical system should think about it now. Everyone should raise awareness about proper use of antibiotics. Otherwise our future is
এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন... - মুহাম্মাদ জহিরুল ইসলাম খোকন | Facebook
মুহাম্মাদ জহিরুল ইসলাম খোকন 3y75 al 1747 F feeling blessed
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় এন্টিবায়োটিক রেজিসটেন্স। ধরি, আমার দেছে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক খেলাম আমি টা
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কালি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে। আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন জয়কেট এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে, This organism is registrant against this Drugs in Indian subcontinent
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or cefixime or cefuroxime or levofloxacin নামক কিন্তু
অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। অ্যান্টিবায়োটিক একটি নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট সময়ের জন্য গ্রহণ করতে হয়। না নিলে যা হতে পারে তাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স"।
মারা গিয়ে আমি সুস্থ হয়ে গেলাম, 30 হাজার ব্যাকটেরিয়া থেকে গেল। তারা বসে নিজেরাই একটা জটিল কাজ করল। তারা ভেবেছিল, যেহেতু আমাদের 70,000 ভাইকে অ্যাম্পিসিলিন দিয়ে হত্যা করা হয়েছে। তাই এবার আর্মপিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে। তারা পরিকল্পনা করেই থামে না, কিন্তু
এক পয়েন্ট, অ্যান্টিবায়োটিক আর পুরো এলাকায় কাজ করে না। যারা খুব নিয়মিত ওষুধ খান তারাও সবার সাথে বিপদে পড়েছেন। আমরা খুব বিপজ্জনক সময়ের কাছাকাছি চলেছি। ব্যাকটেরিয়া এবং তাদের বিভিন্ন জ্যাকেটের তুলনায় অ্যান্টিবায়োটিক অনেক বেশি নয়। অনেক অ্যান্টিবায়োটিক আর কাজ করে না,
এবং অন্যরা কম কার্যকর হয়ে উঠছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, এফসিপিএস, এমডি, পিএইচডি ডাক্তার থাকবে কিন্তু কারও কিছু করার থাকবে না। একটু ঠান্ডা রোগীকে পরিষ্কার করুন।
অ্যান্টিবায়োটিক সম্পর্কে কিছুই এখনও দৃশ্যমান নয়, তবে এটি অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিক কাজ না করলে, এত কিছু দিয়েও কোনো লাভ হবে না। রোগী যখন ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বলেন, তখন ফার্মেসিতে বসে থাকা লোকটি ইজিথ্রোমাইসিন বা সেফিক্সাইম বা সেফুরোক্সাইম নামে বিখ্যাত ও দামি কিছু অ্যান্টিবায়োটিক দেন। লেভোফ্লক্সাসিন, কিন্তু কত দিনে নিতে হবে তা না বলে তিনি সুন্দরভাবে বলেন
0 Comments
Thanks for read content